প্রয়োজনে ২০১৩ সালে ফিরে যেতে চাই, হেফাজত প্রসঙ্গে মায়া
সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বর্তমান সময়ে হেফাজতে ইসলাম আবারও ষড়যন্ত্রে মেতে উঠেছে। ভাস্কর্য ও মূর্তি এক জিনিস নয়, এটা হেফাজত বুঝতে চায় না। আমরাও বুঝতে চাই না, বোঝাতে চাই না, প্রয়োজনে ২০১৩ সালে ফিরে যেতে চাই। আমরা হেফাজত মোকাবিলায় একবার পরীক্ষা দিয়েছি আবার প্রয়োজনে নিজেদের ঝালিয়ে নিতে চাই।’
সোমবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আপাতত হেফাজত নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, আমরা তাদের মোকাবিলা করতে জানি। আমরা ২০১৩ সালে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি, এখন প্রয়োজন নিজেকে আরও একবার ঝালিয়ে নেয়া।’
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেন, ‘১৯৯৪ সালের অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। সে সময়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ পুনর্গঠনে মেয়র হানিফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়া মহানগরে ফোয়ারা নির্মাণ থেকে শুরু করে মাতৃসদন নির্মাণ, বনায়ন কর্মসূচি, পুনর্বাসন কেন্দ্র নির্মাণ ও নারী শিক্ষা বিস্তারে মহিলা কলেজ নির্মাণসহ নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত ছিলেন।’
তিনি আরও বলেন, ‘মেয়র হানিফের রাজনীতির হাতেখড়ি বঙ্গবন্ধুর হাত ধরে হয়েছে। তিনি সততার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিবের দায়িত্ব পালন করেছিলেন।’
বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আয়োজিত সভা পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হাসান, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এম এ করিম, যুবলীগ নেতা ও সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
এওয়াইএইচ/এআরএ/এমএস