বিদ্রোহী স্থানীয় জনপ্রতিনিধিদের বরখাস্ত করা হয় : হাজি সেলিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিম বলেছেন, বর্তমানে দেখা যায় স্থানীয় জনপ্রতিনিধি বিএনপি কিংবা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হলে তাদেরকে বরখাস্ত করা হয়। আমরা যা গত সিটি নির্বাচনগুলোতে দেখতে পেয়েছি।
মঙ্গলবার সংসদ অধিবেশনে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। হাজি সেলিম বলেন, দলভিত্তিক নির্বাচন হলে স্থানীয় জনপ্রতিনিধিদের অনেক সমস্যায় পড়তে হবে। তারা জনগণের ভোটে নির্বাচিত হলেও তাদের মামলা দিয়ে বরখাস্ত করা হয়। বিশেষ করে বিএনপি, জাপা এবং আমাদের মত বিদ্রোহী প্রর্থীদের।
তিনি বলেন, বিভিন্ন সিটি মেয়র-কাউন্সিলররা যদি সরকারি দলের না হয়, তবে তাদেরকে মামলা মোকদ্দমায় ঢুকিয়ে ঢালাওভাবে বরখাস্ত করা হয়। কেউ যদি দলে থেকে বাইরে বেরিয়ে কিছু করতে চায় তাদের ক্ষেত্রেও এরকম আচরণ করা হয়।
এসময় হাজি সেলিমের প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আপনি ফ্ল্যাট একটা অভিযোগ করেছেন। অভিযোগ গুরুতর, তবে তা ঢালাওভাবে কাউকে করা হয় না। ইলেকশন জিতলেই বিরোধীদলের কাউকে মামলা দিয়ে হয়রানি করা হয় না। এ বিষয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে। সিটি কর্পোরেশনের মেয়র-কাউন্সিলরদের বিরুদ্ধে মামলা হলে যদি সেখানে চার্জশিট দাখিল করা হয়, তবেই তাদের বরখাস্ত করা হয়।’
মন্ত্রী আরো বলেন, ‘এছাড়া কারও বিরুদ্ধে যদি সুনির্দিষ্টভাবে অর্থ অপচয়ের অভিযোগ থাকে এবং তা প্রমাণিত হলে তাদেরকে বরখাস্ত করা হয়। ঢালাওভাবে বরখাস্ত করা হয়, কথাটি সঠিক নয়।’
এইচএস/এসএইচএস/আরআইপি