যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার। বাংলাদেশ আওয়ামী লীগের মূলধারা এবং আদর্শের সঙ্গে সঙ্গতি রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের এই দিনে সংগঠনটি গঠন করেন।
এর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন শেখ ফজলুল হক মনি, যিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে নিহত হন।
প্রতিষ্ঠার পর থেকে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ যুবলীগ। স্বৈরাচার এরশারবিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা রাখে এই যুব সংগঠনটি।
২০১২ সালের ১৪ জুলাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান পদে ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মো. হারুনুর রশিদ নির্বাচিত হন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি।
এএসএস/একে/পিআর