মজিবুল হকের মৃত্যুতে রিপনের শোক


প্রকাশিত: ০৭:৩১ এএম, ১০ নভেম্বর ২০১৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার শানু’র পিতা মজিবুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

সোমবার রাতে ফেনীর ছাগলনাইয়ায় নিজ বাড়ীত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয় ইন্তেকাল করেছেন (ইনা লিল্লাহ ওয়া ইনা ইলাইহ রাজউন) মজিবুল হক।

মঙ্গলবার এক শোকবার্তায় বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, “মরহুম মজিবুল হক তার নিজ এলাকায় একজন সজ্জন ও ধার্মিক ব্যক্তি হিসেবে সকলের নিকট ছিলন অত্যন্ত শ্রদ্ধয় ব্যক্তি। মজিবুল হক এর মত্যুত তার পরিবার ও এলাকাবাসীর ন্যায় আমিও গভীরভাবে মর্মাহত।”

বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন মরহুম মজিবুল হক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা কর শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।