গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন বুধবার
বুধবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। দীর্ঘ ১১ বছর পর শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর করিম সেলিম।
বিশেষ অতিথি থাকবেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বিএম মোজাম্মেল হক, বাহাউদ্দিন নাসিম, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে.কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. উম্মে রাজিয়া কাজল এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
সন্মেলনকে কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এবারের সম্মেলনে সভাপতি পদে ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু, সিনিয়র সহ-সভাপতি শেখ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিচারপতি সামশুল হুদা মানিক, সহ-সভাপতি সিকদার নুর মোহাম্মদ দুলু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হকের নাম শোনা যাচ্ছে।
এছাড়া সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্দ ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক এস এম আক্কাস আলী সাংগঠনিক সম্পাদক অ্যাড.এস এম মুনির হিটলার, সালাহউদ্দিন পান্না, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কাজী মেজবাহ উদ্দিন খোকন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বদরুল আলম বদর প্রমুখের নাম উঠে এসেছে।
তবে যারা ত্যাগী ও তৃণমূলমুখী তাদের কেউ একজন এ পদটি পাবেন বলে ধারণা করা হচ্ছে। যারা দলের দুর্দিনে জনগণের পাশে ছিলেন তারা কেউ এ পদটি পান এটাই নেতা কর্মীরা চান। আর যেসব নেতা এলাকা ছেড়ে ঢাকামুখী হয়েছেন তারা কেউ গুরুতপূর্ণ পদে আসুক তৃণমূল পর্য়ায়ের নেতা কর্মীরা তা চান না বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন।
সবাই প্রতীক্ষায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে কারা হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। কারা হচ্ছেন দলের আগামী দিনের কাণ্ডারি?
এস এম হুমায়ূন কবীর/এমজেড/পিআর