খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পল্টন থানার রাষ্ট্রদ্রোহ মামলায় সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আজ আদালতে অভিযোগপত্র আমলে নেয়ার জন্য দিন ধার্য ছিল।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৩ সালের ১৪ অক্টোবর পল্টনে বিএনপির এক আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্য করে সাদেক হোসেন খোকা বলেন, ‘২৫ অক্টোবর বিএনপির সমাবেশে সবাই দা, কুড়াল, খন্তে, কাস্তি, বল্লম ইত্যাদি যার যা কিছু আছে তা নিয়ে হাজির হবেন।’
ওই ঘটনায় ২০১৩ সালের ৭ ডিসেম্বর পল্টন থানার উপ-পরিদর্শক শহীদুল্লাহ রাষ্ট্রদ্রোহের অভিযোগে সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২০১৪ সালের ২৯ নভেম্বর পল্টন থানার পরিদর্শক তোফায়েল আহমেদ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
জেডএইচ/পিআর