আশুলিয়া থেকে অপহৃত শিশু উদ্ধার, আটক ২


প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৮ নভেম্বর ২০১৫

আশুলিয়া থেকে অপহৃত শিশু সৌরভকে ৩ দিন পর সাভারের হেমায়েতপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই অপহরণকারীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। রোববার সকালে সংবাদ সম্মেলনে এ কথা জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির।

আটক অপহরণকারীরা হলো- গাইবান্ধা জেলার গবিন্দগঞ্জ থানার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে জুয়েল ও একই থানার হোসেনপুর এলাকার রাজু মিয়ার ছেলে পাকলু।

মহসিনুল কাদির জানান, গত বৃহস্পতিবার দুপুরে  জুয়েল ও পাকুল কৌশলে  মোস্তফা কামালের ৭ বছরের শিশু সৌরভকে অপহরণ করে নিয়ে যায়। এবং শিশু সৌরভের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।এতে সৌরভের বাবা আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে আশুলিয়া থানা পুলিশ মোবাইল ট্রাকিং এর মাধ্যমে শনিবার রাতে সাভারের হেমায়েতপুরের একটি বাসা থেকে দুই অপহরণকারীসহ শিশুটিকে উদ্ধার করে।

তিনি আরো জানান, অপহরণ চক্রের মূল হোতা গাফ্ফার পলাতক রয়েছে। তকে আটক করতে পুলিশের অভিযান চালানো হচ্ছে।

আল-মামুন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।