সরকারকে ফাঁকা মাঠে গোল দিতে দেয়া হবে না


প্রকাশিত: ০৬:১৯ এএম, ০৭ নভেম্বর ২০১৫

স্থানীয় সরকার নির্বাচনে সরকারকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। শনিবার বেলা ১১ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরে-ই বাংলা নগরস্থ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

মওদুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে বিএনপি নির্বাচনে যেতে পারে। সরকারকে ফাঁকা মাঠে গোল করতে দেয়া হবে না।  

গণতন্ত্র রক্ষায় বিএনপি যে সংলাপের আহ্বান জানিয়ে আসছে তা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, বর্তমানে দেশে যতটুকু গণতন্ত্র রয়েছে তা নিয়ন্ত্রিত।

বিএনপির সংলাপে বসার যোগ্যতা নেই- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মওদুদ বলেন, কে কী বললো তাতে আমাদের কিছু যায় আসে না। বিএনপির জাতীয় ঐক্য গড়ে তোলার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

খালেদা জিয়া কবে নাগাদ দেশে ফিরবেন এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, খুব শিগগিরই চেয়ারপারসন দেশে ফিরবেন। তিনি বলেন, দেশে মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলার চেতনা এখন ভুলুণ্ঠিত। যে গণতন্ত্র আমরা চর্চা করতাম সে গণতন্ত্র নেই বললেই চলে। এই হারানো গণতন্ত্র ফিরে পেতেই আমরা আন্দোলন করছি। সামনের দিনে এ আন্দোলন আরো জোরদার করা হবে এবং আন্দোলন চলবে।

৭ নভেম্বর প্রসঙ্গে  বিএনপির এই নেতা বলেন, এই দিনেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে শহীদ জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন। তাই এ দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দীন খোকন, এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শামীম, আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমএম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।