মজুরি আদায়ে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


প্রকাশিত: ০৯:০২ এএম, ০৬ নভেম্বর ২০১৫

শ্রমিকদের নিরাপত্তা, বাঁচার মত মজুরি, কারখানায় গণতান্ত্রিক কর্ম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১ম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সম্মেলনে বক্তারা বলেন, প্রতি বছর নতুন করে শ্রমিকরা গার্মেন্ট শ্রমিক হিসেবে যুক্ত হন। প্রাণে ভরপুর, উদ্যমী এই তরুণরা ভালো থাকার স্বপ্ন নিয়ে গ্রাম থেকে এসে যুক্ত হন এ শিল্পে। দক্ষতা অর্জিত হতে হতেই এদের স্বপ্ন ফিকে হয়ে যায়, শরীর ভেঙ্গে পরে এবং হারিয়ে যায় প্রাণশক্তি। যেন পাঁচ হাজার তিনশত টাকার এই সস্তা মজুরদের ধুকে ধুকে বেঁচে থাকাই তাদের নিয়তি।

এ সময় পোশাক শ্রমিকদের দাবি আদায়ে সকলকে পাশে থাকা এবং সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির ১ম কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধক ছিলেন আতিউল ইসলাম এবং সভাপ্রধান হিসাবে উপস্থিত ছিলেন তাসলিমা আক্তার।

এএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।