সিলেটের ৪৪৯ শিক্ষার্থীকে দেয়া হলো নিরাপদে পথচলার শিক্ষা
`সড়ক নিরাপত্তা আমাদের অধিকার বাস্তবায়নে চাই অঙ্গীকার` এই স্লোগানকে সামনে রেখে নিরাপদে সড়ক পারাপার ও পথচলা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সিলেটের ৪৪৯ স্কুল শিক্ষার্থীকে।
ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ইউনিটের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিন সুরমা উপজেলার খোজারখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্কুলের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রী এ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছাড়াও শিক্ষার্থীরা মহড়ার মাধ্যমে নিরাপদে পথ চলা ও রাস্তা পারাপারের বিভিন্ন কলাকৌশল রপ্ত করে।
পরে সড়ক নিরাপত্তা বিষয়ক ডকুমেন্টারি ফিল্ম প্রদশর্তি হয়। স্কুলের ছাত্র-ছাত্রীরা এই প্রদর্শনী থেকে সড়ক নিরাপত্তা বিষয়ে জ্ঞান লাভ করে।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক বিষয়ক মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের প্রমোটিং সেইফ রোড কোড প্রজেক্টের সিলেট রিজিওনাল সোশ্যাল কমিউনিকেটর পারভেজ কৈরী।
স্কুলের প্রধান শিক্ষক নূরুজ্জামানের সভাপতিত্বে ও ব্র্যাকের যোগাযোগকর্মী আব্দুল জামালের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. দৌলা মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক সিন্টু রঞ্জন চন্দ, স্কুলের সহকারী শিক্ষক তাহমিনা আক্তার তুলি, সীমা বালা দেবী ও ফাহমিদা বেগম প্রমুখ।
স্কুলের ৪৪৯ জন ছাত্র-ছাত্রী নিরাপদে সড়ক পারাপার বিষয়ক মহড়ায় অংশগ্রহণ করে এবং নিরাপদে পথ চলার শপথ গ্রহণ করে।
প্রকল্পের সোশ্যাল কমিউনিকেটর পারভেজ কৈরী জাগো নিউজকে জানান, ব্র্যাকের এই কর্মসূচি দেশের ১১টি জেলার ২১টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
ছামির মাহমুদ/এআরএ