বাংলাদেশি শ্রমিকরা বিশ্বস্ত : মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১০:৪১ এএম, ০৫ নভেম্বর ২০১৫

বাংলাদেশের শ্রমিকরা অন্য বিদেশি শ্রমিকদের চেয়ে বিশ্বস্ত। তারা অনেক বেশি আস্থাভাজন। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ১৫ লাখ শ্রমিক নিয়োগ নিয়ে বিরোধীদের সমালোচনা খন্ডনের সময় এ মন্তব্য করেন দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি।

দেশটিতে সমালোচকরা বলে আসছিলেন শুধুমাত্র লাভের জন্যই ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। তবে আহমাদ জাহিদ বলেন, মূলত নিয়োগদাতাদের আগ্রহের কারণেই বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামার খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী বাংলাদেশিদের নিয়োগ দেয়ার পক্ষে যুক্তি দেখাতে গিয়ে বলেন, এখন পর্যন্ত দেখা গেছে, অন্য বিদেশি শ্রমিকদের চেয়ে বাংলাদেশিরা অনেক বেশি বিশ্বস্ত। তাদের ওপর আস্থা রাখা যায়। উদাহরণস্বরূপ, ক্যাশ কাউন্টার ও পেট্রল স্টেশনের দায়িত্ব তাদের হাতে দিয়ে নিশ্চিন্তে থাকা যায়।

সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, এতো সহজে অভিযোগ ছুঁড়বেন না যে, এটা লাভের জন্য, এটা আধুনিক দাসত্ব। সরকার সব সময় পদক্ষেপ নেয়ার চেষ্টা করেছে এ ধরনের অবস্থা যাতে না ঘটে। তিনি  আরো জানান, বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক এখনও মালয়েশিয়া যায় নি। কারণ, এ সংক্রান্ত কোন চুক্তি বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত হয়নি।

এ বছরের ২৫শে জুন, উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ বলেছিলেন, বাংলাদেশ থেকে তিন বছরে কয়েকটি ধাপে প্রায় ১৫ লাখ শ্রমিক মালয়েশিয়ায় নিয়োগ দেয়া হবে। এদের কর্মসংস্থান হবে বিভিন্ন খাতে। তবে তখন তিনি এও জানিয়েছিলেন, অবৈধ অভিবাসী শ্রমিকদের ফেরত পাঠানোর পরই এ পদক্ষেপ কার্যকর করা হবে।

জেডএইচ/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]