চাটমোহরে বিএনপির সম্মেলনকে ঘিরে ১৪৪ ধারা জারি


প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৫ নভেম্বর ২০১৫

পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। চাটমোহর পৌর সদরে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত এ ১৪৪ ধারা বলবৎ থাকবে।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় চাটমোহর উপজেলা বিএনপির সম্মেলন পৌর সদরের সবুজ সংঘে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সম্মেলন ঘিরে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম গ্রুপ ও জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়ায়।

এমন অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শেহেলী লায়লা পৌর সদরে ১৪৪ ধারা জারি করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির বিষয়ে পৌর সদরে মাইকিং করা হচ্ছে।

একে জামান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।