স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল : পুলিশের বাধা


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ০৫ নভেম্বর ২০১৫

রাজধানীর শাহবাগ থেকে শুরু হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চের কফিন মিছিল বাধার মুখে পড়েছে।

বৃহস্পতিবার পৌনে ১২টায় বের হওয়া এ মিছিল জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের পশ্চিম ফটকে পৌঁছালে পুলিশ বাধা দেয়।

পুলিশের বাধার মুখে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।

পুলিশি বাধার প্রতিবাদ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, যারা পুলিশকে অকার্যকর করে রেখেছে তারাই হামলার জন্য দায়ী। তাই সবাইকে একত্রিত হয়ে এ হামলার প্রতিবাদ করতে হবে।

gonojagoron

তিনি অভিযোগ করে বলেন, সরকার জঙ্গিবাদের ব্যাপারে উদার পন্থা অবলম্বন করেছে। তাই তাদের বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

ইমরান এইচ সরকার বলেন, রাজনীতিবিদদের মধ্যে জঙ্গিবাদের ভূত ঢুকেছে। এ ভূত তাড়াতে হবে। না হলে পুলিশসহ কোনো বাহিনীই নিরাপদ থাকবে না।

শুধু মুক্তমনাদের নয়, জঙ্গিরা সবাইকেই হত্যা করবে বলেও মন্তব্য করেন তিনি।

ইমরান এইচ সরকার বলেন, প্রতীকী এই কফিন মিছিলের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই, খুন হওয়া প্রতিটি মানুষের মৃত্যুর দায় তদেরকেই নিতে হবে। কেননা রাষ্ট্রের প্রতিটি নাগরিককে নিরাপত্তা দেয়ার যে দায়িত্ব সরকারের উপর জনগণ দিয়েছে, তারা সে দায়িত্ব পালন করছে না।

সমাবেশ শেষে ইমরান এইচ সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারক লিপি দেন।

জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদ রশিদ টুটুল, কবি তারেক রহিম এবং লেখক রণদীপম বসুর উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গলবার সারাদেশে অর্ধবেলা হরতাল পালন করে গণজাগরণ মঞ্চ ও সমমনা প্রগতিশীল সংগঠনসমূহ।

হরতাল শেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

এএম/এএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।