বিভেদের রাজনীতিকে উসকে দিচ্ছেন ইনু


প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

ক্ষমতার হালুয়া রুটির লোভে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অশালীন বক্তব্য দিচ্ছেন বলে অভিয়োগ করেছেন বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা দলটির আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

বুধবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

মন্ত্রীত্ব টিকিয়ে রাখতে দেশে বিভেদের রাজনীতিকে ইনুরা উসকে দিচ্ছেন বলেও অভিযোগ করেন বিএনপির মুখপাত্র।

রিপন বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ইনুর জামানত বাজেয়াপ্ত হবে এটা সবাই জানে। কিন্তু প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট রাখতে ও নিজের মন্ত্রীত্ব রক্ষা করতে তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করে যাচ্ছেন।

খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে নিম্নরুচির বক্তব্যে তীব্র নিন্দা জানান রিপন।

৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার অধিকাংশ দায় ইনু গংদের দাবি করে তিনি বলেন, তৎকালীন শেখ মুজিবুর রহমানকে একদিনও শান্তিতে থাকতে দেয়নি ইনুরা। যা আওয়ামী লীগের সিনিয়র নেতারা জানেন। তখন হত্যা, লুণ্ঠন ও গুদামে আগুন দেয়াসহ মৌলবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলো ইনুরা।

রিপন বলেন, দোষারোপ ও গ্রেফতারের রাজনীতি দিয়ে দেশের চলমান সংকট উত্তরণ করা যাবে না। সংকট সমাধানে সুশীল সমাজ ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনায় বসে এর সমাধান করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা জানিয়ে  আটক নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন রিপন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক অাবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ।

এমএম/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।