ফখরুলকে ফের কারাগারে পাঠানোয় যুবদলের নিন্দা


প্রকাশিত: ০৯:১২ এএম, ০৪ নভেম্বর ২০১৫

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি না দিয়ে কারাগারে প্রেরণ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব।

বুধবার দুপুরে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক আজ এক বিবৃতিতে বলেন, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খ্যাত এ নেতাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জাড়িয়ে বারবার কারারুদ্ধ করা হয়। সরকার ভুল পথে হাঁটছে, অযৌক্তিক ও বিভ্রান্তির বেড়াজালে জনগণকে আটকিয়ে দেশ শাসন করে যাচ্ছে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ ও সরকার দিশেহারা হয়ে বিরোধী রাজনীতিকদের কণ্ঠরোধের অপচেষ্টায় লিপ্ত হয়ে গ্রেফতার ও কারাগারে বন্দী করার পথ বেছে নিয়েছে। নেতৃদ্বয়, অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মুক্তির দাবী জানান।

এমএম/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।