বঙ্গবন্ধুর খুনিরাই চার নেতার খুনি : নাসিম


প্রকাশিত: ০৪:০৫ এএম, ০৩ নভেম্বর ২০১৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘১৫ আগস্টের ধারাবাহিকতায় ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ড। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারাই জাতীয় চার নেতাকে হত্যা করেছে। তাই বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।’

জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মঙ্গলবার সকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘জাতিকে নেতৃত্বশূন্য করতেই ৭৫-এ এ দুটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিরাই জাতীয় ৪ নেতাকে হত্যা করেছিল। বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্যকর করা হবে বলে জানান তিনি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পরিবেশ অশান্ত করতেই খালেদা জিয়া লন্ডনে বসে গুপ্ত হত্যা চালাচ্ছেন। তার নির্দেশেই দেশে এসব হত্যাকাণ্ড ঘটছে। আমরা তার এই ষড়যন্ত্র মোকাবেলা করবই।’

এর আগে জাতীয় ৪ নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

এএসএস/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।