প্রধানমন্ত্রী নেদারল্যান্ড যাচ্ছেন আজ
চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপের দেশ নেদারল্যান্ড যাচ্ছেন আজ (মঙ্গলবার)। দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুত্তের আমন্ত্রণে এই সফর বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, সকাল ৮টায় তিনি ঢাকা ছাড়বেন। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সমুদ্রবন্দর নির্মাণ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।
কৃষিবিষয়ক সহযোগিতা, পানি, জাহাজ, বন্দর সহযোগিতা, নদী খনন, ভূমি পুনরুদ্ধার, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণবিষয়ক সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে এ সফরে বিশেষ গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রীর এ সফরে দু’দেশর মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।
এসএ/বিএ