নড়াইলে আমন ধানের বাম্পার ফলন


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ০৫ নভেম্বর ২০১৪

নড়াইলের তিন উপজেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদফতর ২০১৩-২০১৪ মৌসুমে জেলার তিন উপজেলায় ২৫ হাজার ৬৩৪ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে অনুকূল পরিবেশের কারণে চাষের লক্ষ্যমাত্রা আরও আট হাজার ১০৬ হেক্টর বাড়ানো হয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলায় ১৬ হাজার ৩১৫ হেক্টর, লোহাগড়া উপজেলায় আট হাজার ৫১০ হেক্টর এবং কালিয়া উপজেলায় আট হাজার ৯১৫ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে।

নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের কৃষক ওহিদার রহমান জানান, চলতি বছর বর্ষার প্রভাব কম থাকলেও আমনের ফলন ভালো হয়েছে।

একই গ্রামের কৃষক আব্দুল গফফার জানান, আগাম জাতের ধান কাটা অল্প পরিমাণে শুরু হলেও সপ্তাহ দু’য়েক পরে পুরোপুরি ধান কাটা শুরু হবে। এ বছর ধানে পোকার তেমন আক্রমণ নেই।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ শেখ আমিনুল হক জানান, আমনের ভালো ফলনের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন চলতি বছর কৃষকদের উন্নত জাতের চারা ন্যায্য মূল্যে সরবরাহ করেছে। বাংলাদেশ কৃষি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক কৃষকদের সহজ শর্তে ঋণ দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।