দেশে কোনো আইএস নেই : সেলিম


প্রকাশিত: ১০:৩৬ এএম, ০২ নভেম্বর ২০১৫

দেশে কোনো আইএস নেই দাবি করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আইএস ও জঙ্গিদের নাম করে বিএনপি জামায়াত দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে।

সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

সেলিম বলেন, যত খুন অন্যায় হয়েছে তার নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। এর আগে এসব খুনের নেতৃত্ব দিয়েছিল জিয়াউর রহমান। বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন দেশ জঙ্গিবাদের অভয় নগরীতে পরিণত হয়।

তিনি বলেন, খালেদা জিয়া জঙ্গি ও সন্ত্রাস দিয়ে একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছেন। গণতন্ত্রকে প্রতিহত করার জন্য কখনো আইএস কখনো জঙ্গির কথা বলে নানা ঘটনা ঘটাচ্ছেন। কিন্তু আইএস বাংলাদেশে নাই।

আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচন বানচাল করতে না পেরে ৫ জানুয়ারি প্রেট্রালবোমা মেরে মানুষ হত্যা করেছে খালেদা। সেসময় দুইশ` লোককে প্রেট্রলবোমা মেরে হত্যা করা হয়েছে। এর আগে নানা কূটকৌশল করেও ৫ জানুয়ারি নির্বাচন প্রতিহত করতে পারে নাই।

তিনি বলেন, আজ বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। নিন্ম মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তে পরিণত হওয়ার পথে এগুচ্ছে। বর্তমানে যেভাবে চলছে এভাবে ২০২১ সালের আগে মধ্যবিত্তদের দেশে পরিণত হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৩০ এ উন্নত দেশে পরিণত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সমাবেশে সরকার তথা আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এএসএস/এমএম/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।