মসজিদে বিস্ফোরণের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত চায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অবিলম্বে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। সোমবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

ফখরুল বলেন, ‘এটা কি আপনার শুধু বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য, এসির জন্য নাকি ইচ্ছাকৃত কোনো স্যাবোটাজ (নাশকতা) এখানে করা হয়েছে কিনা বা নাশকতামূলক কাজ হয়েছে কিনা। এ ব্যাপারে কিন্তু জাতি জানতে পারছে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করি, এ ব্যাপারে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি দিয়ে অবিলম্বে তদন্ত করা দরকার। এটার সঠিকভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা দরকার এবং তাদের শাস্তির বিধান করার দরকার।’

সরকারের গঠিত তদন্ত কমিটির বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘বিষয়টা (ঘটনা) খু্বই রহস্যজনক। আপনারা লক্ষ করেছেন, গভর্মেন্টের যে ভার্সন, সেই ভার্সনগুলো আপনার বিভিন্ন রকম হচ্ছে। তাদের যে মূল সংস্থা ফায়ার ব্রিগেড তারা প্রথমদিন একরকম কথা বলেছে, পরে বিদ্যুৎ বিভাগের লোক গেছে তারা একরকম কথা বলেছে, গ্যাসের লোক গিয়ে আরেক রকম কথা বলেছে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে ২৬ জনের প্রাণ চলে গেছে। বাকিদের শ্বাসনালীসহ পুরো শরীর দগ্ধ হয়েছে। আরও যে কতজন মারা যাবে তা বলা মুশকিল। দুর্ভাগ্যজনক যে, এ ঘটনাকে সেই রকম গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয়া হয়নি।’

বিএনপির মুখপাত্র বলেন, ‘এটা (মসজিদের বিস্ফোরণ ঘটনা) নিয়ে তাদের বেশ কিছু বক্তব্য শোনা গেছে, যেগুলো বিভ্রান্তিকর। বে-আইনিভাবে সরকারি জায়গায় গ্যাসলাইনের ওপর মসজিদ করা হয়েছে। এটা তো এই মুহূর্তে বিবেচ্য বিষয় নয়।’

তিনি বলেন, ‘এই মুহূর্তের বিবেচ্য বিষয় হচ্ছে- বিস্ফোরণ ঘটলো কীভাবে? এই বিস্ফোরণের প্রকৃতিটা কী, তার চরিত্রটা কী।’ আহতদের রাষ্ট্র থেকে ক্ষতিপূরণের দাবিও জানান ফখরুল।

কেএইচ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।