প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৬ আগস্ট ২০২০

দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২৬ আগস্ট) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ এক ভিডিও কনফারেন্সে এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, গত ১৬ আগস্ট দলের স্থায়ী কমিটির বৈঠকে পহেলা সেপ্টেম্বর যথাযোগ্য মর্যাদায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত হয়।

তিনি বলেন, ওই দিন সকাল ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এছাড়াও বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের স্থায়ী কমিটির নেতারা ফাতিহা পাঠ এবং পুষ্পস্তবক অর্পন করবেন। সাড়ে ১১টায় ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে ফাতিহা পাঠ এবং পুষ্পস্তবক অর্পণ করা হবে।

দুপুর ১২টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ফাতিহা পাঠ এবং পুষ্পস্তবক অর্পণ করা হবে।

রিজভী আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে বিকেলে সাড়ে ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পোস্টার প্রকাশিত হয়েছে এবং ক্রোড়পত্র বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।

কেএইচ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।