গণস্বাস্থ্য কেন্দ্রে প্লাজমা দিলেন রুমিন ফারহানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৬ আগস্ট ২০২০

করোনামুক্ত হয়ে গণস্বাস্থ্য কেন্দ্রে প্লাজমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারে এসে তিনি প্লাজমা দেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জাগো নিউজকে জানান, বুধবার বেলা সাড়ে ১১টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্লাজমা দান করেছেন রুমিন ফারহানা।

এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘যে মুহূর্তে আমি জানতে পেরেছি আমি করোনা পজিটিভ, সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে জানিয়েছি। আমি চাই, একজন মানুষও যেন করোনা বিষয়ে হেজিটেড (ইতস্তত) না করে। এখানে লজ্জার কিছু নেই। আপনি আক্রান্ত হলে আপনার পরিবার ঝুঁকিতে পড়ে, প্রতিবেশী ঝুঁকিতে পড়ে, বন্ধুবান্ধব ঝুঁকিতে পড়ে। এজন্য এটা লুকাবেন না। যখন আপনি সুস্থ হয়ে যাবেন, নেগেটিভ পাবেন, তখন যত দ্রুত সম্ভব প্লাজমা দেন। আমাদের অক্সিজেনের অভাব, ভ্যান্টিলেটরের অভাব।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের মানুষের এখনও অত অর্থবিত্ত হয়নি যে প্রতিদিন এক লাখ টাকা দিয়ে ভ্যান্টিলেটর নিতে পারে। আমাদের সরকারি ব্যবস্থাপনা একেবারেই ভেঙে পড়েছে। ওটা নিয়ে আর কথা না বলি। এ জন্য আমরা যদি পরস্পরের পাশে না দাঁড়াই, তাহলে কেউ বাঁচাতে পারবে না। যখন জানতে পেরেছি আমি নেগেটিভ, তখন চিন্তা করেছি কীভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আজকে আমি প্লাজমা দিয়েছি। এটা দিয়ে পাঁচজন উপকৃত হবেন। এটা আমার বড় পাওয়া।’

কেএইচ/পিডি/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।