গণমানুষের আস্থার একমাত্র দল জাতীয় পার্টি : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২২ আগস্ট ২০২০
ফাইল ছবি

জাতীয় পার্টি (জাপা) গণমানুষের আস্থার একমাত্র দল বলে জানিয়েছেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

তিনি বলেন, সাফল্যের সঙ্গে দেশ পরিচালনায় অভিজ্ঞ জাপার ওপর গণমানুষের আস্থা রয়েছে। সাধারণ মানুষ জাপাকে আরও শক্তিশালী দেখতে চায়। তাই দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জি এম কাদের।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর উত্তরায় জাপা চেয়ারম্যানের বাসভবনে কুমিল্লা উত্তরের নেতাদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতেই জাপার রাজনীতি। পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দুর্বার গতিতে এগিয়ে যাবে জাতীয় পার্টি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দলটির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ আহসান আদেলুর রহমান, ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক লুৎফর রেজা খোকন, যুগ্ম মহাসচিব ও কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব সাবেক এমপি মো. আমির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেখার আহসান হাসান, অ্যাডভোকেট ইউসুফ আজগর, মাখন সরকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন, এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক নূর আলম সিদ্দিকী, ফেরদৌসি বকুল, হোমনা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মেহেদী হাসান, হোমনা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হাজি মোবারক হোসেন, হোমনা উপজেলা ওলামা পার্টির সভাপতি হাফেজ মো. দেলোয়ার হোসেন সাইফী, ছাত্র সামজের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহম্মদ।

এইউএ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।