বিপিএলের টাইটেল স্পন্সর বিআরবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর তৃতীয় আসরের টাইটেল স্পন্সর হলো দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিআরবি। এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে, ‘বিআরবি বিপিএল টি-টোয়েন্টি’। লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরবি কেবলসের পরিচালক মেজবাহুর রহমান, বিসিবির পরিচালক জালাল ইউনুস ও বিপিএলের ইভেন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মাত্রা-আরডেন্ট-এর সানাউল আরেফিন।
লোগো উন্মোচন অনুষ্ঠানে বিআরবি কেবলসের পরিচালক মেজবাহুর রহমান বলেন, অন্যতম বিশ্বে, বাংলাদেশে শীর্ষে’ এই স্লোগানে এগিয়ে চলা বিআরবি কেবলস দেশব্যাপী তার পণ্যের মাধ্যমে যে ভালোবাসা ও আস্থার প্রতীক হয়ে উঠেছে, ক্রিকেটের মাধ্যমে সেই ভালোবাসার সঙ্গে আরেকটি সেতুবন্ধন তৈরি হবে এই আশাতেই আমরা বিপিএলের টাইটেল স্পন্সর হিসেবে এগিয়ে এসেছি।
২০১২ সালে বিপিএলের প্রথম আসরে টাইটেল স্পন্সর ছিল ডেসটিনি লিমিটেড ও বৈশাখী টিভি। ২০১৩ সালে প্রাইম ব্যাংক লিমিটেড ছিল বিপিএলের দ্বিতীয় আসরের টাইটেল স্পন্সর। এর ধারাবাহিকতায় যুক্ত হল বিআরবি কেবলসের নাম।
এমআর/এমএস