আইএসের নামে সন্ত্রাস করছে বিএনপি-জামায়াত


প্রকাশিত: ০২:০৯ পিএম, ৩০ অক্টোবর ২০১৫

দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই উল্লে­খ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, জঙ্গিবাদ দমন করে শেখ হাসিনা জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছেন। আর সেখানে বিএনপি-জামায়াত দেশে নাশকতা সৃষ্টি করে আইএসের উপর দোষ চাপাচ্ছে। এ ধরনের অপরাধ করে কেউ পার পাবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জ এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিদেশিদের হত্যা করে বিএনপি-জামায়াত বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তদন্তে বিএনপি নেতাদের নাম আসছে। ইতিমধ্যে বিএনপি নেতা কমিশনার কাউয়ুমের নাম উঠে এসেছে। তাকে গ্রেফতার করতে পারলে বাকিদের নামও পাওয়া যাবে।

প্রাক্তন ছাত্রদের সংগঠন জেমসার সভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল­া মোহাম্মদ আবু কাওসারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আহ্বায়ক ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহম্মেদ, জেমসার সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায় চৌধুরী, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, প্রাক্তন ছাত্র অ্যাড. নওশের উজ জামান প্রমুখ।

এস এম হুমায়ূন কবীর/এআরএ/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।