আজকের জোকস : ৩০ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০৩:৪৫ এএম, ৩০ অক্টোবর ২০১৫

স্বামী : আমাদের কাছে যদি একটা প্রদীপ থাকত আর সেখান থেকে একটা সুন্দরী মহিলা বের হতো। আর সে যদি আমাদের বাসার কাজগুলো করে দিত, ছেলেকে স্কুলে নিয়ে যেত। তাহলে কেমন হতো?
স্ত্রী : এক কথায় বলতে পারো না যে তুমি আরেকটা বিয়ে করতে চাও।

*****
চিকিৎসা শেষ হওয়ার পর রোগী বলছে ডাক্তারকে।
রোগী : আপনি আমার যে উপকার করলেন, ফি দিয়ে আমি আপনাকে লজ্জিত করতে চাই না। কিন্তু সম্পত্তির উইলে আমি আপনার জন্য যা রেখে যাচ্ছি, আমার মৃত্যুর পর আপনি নিশ্চয়ই হেসেখেলে জীবনটা কাটিয়ে দিতে পারবেন।

ডাক্তার : মাফ করবেন, আপনার প্রেসক্রিপশনটা একটু দেবেন? ওখানে আমি কিছু পরিবর্তন আনতে চাই।

*****
এক লোক গোসল করতে গিয়ে, মাথায় পানি ঢালছে তো ঢালছে কিন্তু অবাস্তব কাণ্ড লোকটার চুল ভিজছে না । কারণ কি বলতে পারেন? লোকটার মাথায় তো চুলই নাই ভিজবে কি করে!

*****
স্ত্রী : (ফোন করে) এই তুমি কি করছো?
স্বামী : অফিসে আছি জানু কাজের খুব চাপ।
তুমি কি করছো?
স্ত্রী : কেএফসিতে আছি তোমার পিছনের টেবিলে। আর তোমার ছেলে বলছে,  আব্বুর পাশে ঐ কাজের বুয়াটা কে ?

*****
সাইকিয়াট্রিস্টের কাছে গেছেন এক রোগী।
ডাক্তার সাহেব, আমাকে বাঁচান, আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে নিজের নামটাও মনে করতে পারি না।
ডাক্তার : কতদিন ধরে এই সমস্যা হচ্ছে আপনার?
রোগী: কোন সমস্যা?

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।