টিআইবি বিএনপি-জামায়াতের চেয়েও জঘন্য


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) বিএনপি-জামায়াতের চেয়েও জঘন্য বলে আখ্যায়িত করেছেন আওয়াম লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের এক বৈঠক শেষে টিআইবিকে এ আখ্যা দেন তিনি ।

সংসদকে পুতুল নাচের নাট্যশালা’ বলায় টিআইবিকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘অন্যথায় তাদের (টিআইবি) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নাসিম বলেন, ‘টিআইবি সংসদের প্রতিটি সদস্যকে অপমান করেছে। সংসদ নিয়ে তারা অমার্জনীয়, গর্হিত ভাষা উচ্চারণ করেছেন। এটা কোনো রাজনৈতিক দলের পক্ষেও বলা সম্ভব না। তারা বিএনপি-জামায়াতের চেয়েও জঘন্য।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘কারা টিআইবিকে অর্থায়ন করে তা খুঁজে বের করতে অনুরোধ জানাচ্ছি।’

টিআইবির প্রতিবেদনে নতুন নির্বাচন প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘টিআইবি নতুন নির্বাচন চেয়েছে। কে তাদের এ অধিকার দিয়েছে?’

শমসের মবিনের বিএনপি থেকে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘কে ইন হল কে আউট হল, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। বিএনপি থেকে বেরিয়ে আসার মিছিল শুরু হয়ে গেছে বলেও মন্তব্য করেন এ মন্ত্রী।’

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আওয়ামী সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, তরিকত ফেডারেশনের মহাসচিব আবদুল আওয়াল, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।

এএসএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।