মালয়েশিয়ায় ক্রেন ছিঁড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
মালয়েশিয়ায় ক্রেন ছিঁড়ে বাংলাদেশি এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে রাজধানী কুয়ালালামপুরে বুকিত বিনতাং (প্যাভিলিয়ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নাসির মিয়া (৩০)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দুর্গাপুরের নজরপুর গ্রামের মো. আরশব আলীর ছেলে। মালয়েশিয়াস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সোনাহর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনাহর আলী খান জানান, খবর পেয়ে মালয়েশিয়া পুলিশ ঘটনাস্থল থেকে নাসিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে বাংলাদেশ হাইকমিশনের আনুষ্ঠানিকতা শেষে আজ(বৃহস্পতিবার) নাসিরের লাশ দেশে পাঠানো হবে।
প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক মো. মনির বলেন, ঘটনার দিন সকাল ৯টার দিকে নিহত নাসিরসহ আরো দুজন ক্রেনে বালু ভরে দিচ্ছিল। হঠাৎ করে ক্রেনের তার ছিঁড়ে যায়। ক্রেনের চালক চিৎকার করে নিচ থেকে সরে যেতে বলেন। নিহত নাসির তার সহকর্মী দুজনকে ধাক্কা দিয়ে পাশে সরিয়ে দেন। নিজে নিরাপদে যাবার আগেই বালুর ক্রেন তার মাথায় এসে পরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাসিরের আরেক সহকর্মী মো. ইউসুফ জানান, জীবিকার জন্য ২০১৩ সালের শেষ দিকে মালয়েশিয়া এসেছিল নাসির। কঠিন শ্রমের টাকায় কোনো মতে দেশে তার সংসার চলতো। এ বছরের ডিসেম্বরে তার বাড়ি ফেরার কথা ছিল।
এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। গত কয়েকদিনে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন প্রাণ হারিয়েছেন। জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহার না করার ফলেই এ ধরণের ঘটনা ঘটছে।
জেডএইচ/এমএস