খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে ‘শিগগিরই’ আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০৩ আগস্ট ২০২০
ফাইল ছবি

দলীয়প্রধান বেগম খালেদা জিয়ার বিশেষ শর্তে মুক্তির সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব এম মাহাবুব উদ্দিন খোকন।

সোমবার দুপুরে জাগো নিউজের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খোকন বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে ম্যাডামের যথাযথ চিকিৎসা হচ্ছে না। ওনার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য দ্রুত সরকারের কাছে আবেদন করা হবে।’

কবে নাগাদ আবেদন করা হতে পারে— জানতে চাইলে খোকন বলেন, ‘না, আবেদন করার তারিখ এখনও চূড়ান্ত হয়নি।’

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে আবেদন করা হচ্ছে কি-না, এমন প্রশ্নে খোকন বলেন, ‘ওনার চিকিৎসা তো বাংলাদেশেই হবে। যদি বিদেশে চিকিৎসার প্রয়োজন হয় তখন আশা করি সরকার বিবেচনা করবে।’

বিদেশে চিকিৎসা হলে কোন দেশে চিকিৎসা নেবেন চেয়ারপারসন? জবাবে এই আইনজীবী বলেন, ‘উনি তো বাংলাদেশেই চিকিৎসা নিচ্ছেন, বলছি যদি প্রয়োজন হয় তাহলে সরকার আশা করি বিবেচনা করবেন।’

প্রসঙ্গত, গত ২৫ মার্চ বিশেষ শর্তে মুক্তি পান দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

কেএইচ/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।