লন্ডনে খালেদা জিয়ার গাড়িতে হামলার গুজব


প্রকাশিত: ০২:৩৩ এএম, ২৯ অক্টোবর ২০১৫

লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে বহনকারী একটি গাড়িতে হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

একটি বেসরকারি টিভি চ্যানেল স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলেছে, যুক্তরাজ্যের ডেভনশায়ার স্ট্রিটে খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে বহনকারী গাড়িতে হামলার চেষ্টা হয়েছে। তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়েছে। তবে যে গাড়িতে হামলার চেষ্টা হয় তাতে খালেদা জিয়া ছিলেন না।

টিভি চ্যানেলটি আরো জানিয়েছে, পশ্চিম লন্ডনের একটি বিলাসবহুল শপিং সেন্টার থেকে বুধবার সন্ধ্যায় কেনাকাটা শেষ করে গাড়িতে উঠার সময় বেগম জিয়াকে লক্ষ্য করে ডিম ছুড়ে চার যুবক।

তবে এ সম্পর্কে জানতে চাইলে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি বলেন, খবরটি ভুয়া। এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি।

এমএম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।