রায়ে গণজাগরণের সন্তোষ প্রকাশ, দ্রুত কার্যকরের দাবি


প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৩ নভেম্বর ২০১৪
ফাইল ফটো

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির দণ্ড বহাল থাকায় সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য করে রায়ে সন্তোষ প্রকাশ করেছে গণজাগরন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। সোমবার তিনি এ  সন্তোষ প্রকাশ করেন।

তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, গণহত্যা নির্যাতনের উপযুক্ত শাস্তি ফাঁসি। সেই রায় আপিল বিভাগে বহাল হয়েছে। এখন রায় দ্রুত কার্যকর করুন।

রায় সম্পকে ইমরান বলেন, এমন রায়ের প্রত্যাশা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করছে গণজাগরণ মঞ্চ। এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষ স্বস্থি পেয়েছে এবং খুশি হয়েছে।

মামলা দ্রুত নিস্পত্তির জন্য আপিল বিভাগে আরেকটি বেঞ্চ খোলার দাবি জানিয়ে মুখপাত্র ইমরান বলেন, যেহেতু আপিল বিভাগে যুদ্ধাপরাধীদের কয়েকটি মামলা ঝুলে আছে। তাই আমরা আপিল বিভাগে এ মামলা পরিচালনার জন্য একটি বেঞ্চ গঠনের দাবি জানিয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।