ঈদে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২৬ জুলাই ২০২০

ঈদুল আজহার দিনে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবে বিএনপি। করোনার কারণে শুধুমাত্র দলটির স্থায়ী কমিটির সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেবেন।

শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, পবিত্র ঈদুল আজহার নামাজের পরে বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনপ্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত গৃহীত হয়। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে শুধুমাত্র জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করবেন বলে সিদ্ধান্ত হয়।

করোনা পরিস্থিতি পর্যালোচনা ও রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলেও জানান শায়রুল।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু যুক্ত ছিলেন।

কেএইচ/এনএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।