আগামীকাল কাঁটাবনে এমাজউদ্দীন আহমেদের কুলখানি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৩ জুলাই ২০২০

আগামীকাল বাদ জুমা সদ্য প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদের কুলখানি অনুষ্ঠিত হবে।

শত নাগরিক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু এমাজউদ্দীন আহমেদের ছেলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।

মিন্টু বলেন, করোনার কারণে, আগামীকাল বাদ জুমা খুব সংক্ষিপ্তভাবে কাঁটাবন ঢালের মসজিদে মুনওয়ারায় অনুষ্ঠিত হবে মরহুমের দোয়া ও কুলখানির অনুষ্ঠান।

দেশবাসীর প্রতি মরহুম এমাজউদ্দীন আহমেদের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলে জানিয়েছেন মিন্টু। এমাজউদ্দীন আহমেদের জ্যেষ্ঠ পুত্র জিয়াউল হাসান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার পিতার মৃত্যুর পর এদেশের সর্বস্তরের মানুষ যে গভীর শ্রদ্ধা ও সহানুভূতি জানিয়েছেন তার কোনো তুলনা হয় না।

গত ১৭ জুলাই রাত ২টার দেকে স্ট্রোক করেন অধ্যাপক এমাজউদ্দীন। তখন তাকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। ভোর ৬টার দিকে সেখানে মারা যান তিনি।

কেএইচ/এনএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।