৪ নেতাকে হত্যার মধ্য দিয়ে হত্যা ও ক্যুর রাজনীতি শুরু


প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৩ নভেম্বর ২০১৪

১৯৭৫ সালের এই দিনে (৪ নভেম্বর) জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে দেশে হত্যা, ক্যু ও নির্যাতনের রাজনীতি শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জেলহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভার বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে দেশে হত্যা, ক্যু ও নির্যাতনের রাজনীতি শুরু হয়েছিল। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যারা দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাদের হত্যা করা হয়। কোন সভ্য দেশের কারাগারে জেল হত্যার মতো এমন নির্মম হত্যাকাণ্ড ঘটেনি।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, দলটির জন্মই হয়েছে অবৈধ ভাবে তাই এ অবৈধ দলের সবকিছুই অবৈধ। দুর্নীতি স্বজনপ্রীতি, হত্যা, খুন ও সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাওয়াই ছিল বিএনপির লক্ষ্য।

বিএনপি নেত্রী খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন , তাদের আন্দোলন মানুষকে পুড়িয়ে মারার আন্দোলন। আন্দোলনের নামে বাসের মানুষকে পেট্রােলবোমা দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। হাজার হাজার গাছ কাটা হয়েছে। তিনি এই ধ্বংসের রাজনীতি করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।