এরশাদের ভাতিজার বহিষ্কারাদেশ প্রত্যাহার
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা হুসেইন মকবুল শাহরিয়ার আসিফের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান আজ (শনিবার) এক সাংগঠনিক আদেশে হুসেইন মকবুল শাহরিয়ার আসিফের বিরুদ্ধে ইতোপূর্বে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১)-এর ক ধারা মোতাবেক তার এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এই আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফকে দল থেকে বহিষ্কার করেছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেন এরশাদ।
এরশাদের ছোট ভাই প্রয়াত মোজাম্মেল হোসেন লালুর ছেলে শাহরিয়ার আসিফ। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি রংপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০১৪ সালে চাচার নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। তিনি রংপুর জেলা জাপার সদস্য সচিব পদেও ছিলেন। দলের সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
এইউএ/জেডএ/এমকেএইচ