চাঁপাইনবাবগঞ্জে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রান্তিকপাড়া মহল্লায় মেয়ে দিয়ে প্রতারণা করে চাঁদা আদায় চক্রের চার নারীসহ ৫ জনকে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।
এরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রান্তিকপাড়ার সানাউলের ছেলে মিলন (২৭), বাতেন খাঁর মোড় চুনারীপাড়ার মো. মতি রহমানের স্ত্রী সীমা বেগম (৩৫), মসজিদপাড়ার মো. আলামিনের স্ত্রী বিথি (২২), স্টেশন রেলবস্তির জাকিরের স্ত্রী বিথি (২২) ও মাজেদের স্ত্রী মোসা. মিতু (২৮)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, এ প্রতারক চক্রের পুরুষ সদস্য মিলন গত বৃহস্পতিবার (২২অক্টোবর) নাটোর জেলার দস্তানাবাদ গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে জহির উদ্দিনকে (৩৫) প্রতারণার মাধ্যমে ডেকে আনে। পরে রেলবস্তির বিথির বাড়িতে ডেকে মোবাইল ফোনে অশ্লীল ছবি তুলে ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এক পর্যায়ে ২৪ হাজার টাকা আদায় করে তাকে ছেড়ে দেয় এবং বাকি টাকা না দিলে তার অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয়। পরে জহির বিষয়টি সদর মডেল থানা পুলিশ ও ডিবিকে জানায়।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪ নারীসহ ৫ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় ঈদুল নামে অন্য একজন পলাতক রয়েছেন। গ্রেফতার হওয়া মিলন ও পলাতক ঈদুলের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
আব্দুল্লাহ/এসএস/এমএস