নাটোরে বিএনপি নেতা গ্রেফতার


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২৭ অক্টোবর ২০১৫

নাটোর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেওয়ান শাহীনকে গ্রেফতারর করেছে নাটোর সদর থানা পুলিশ। সোমবার রাত ৯টায় জেলার সিংড়া উপজেলার কোর্ট মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায় , গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে সেমবার রাত ৯টার দিকে নাটোর থানা পুলিশ সিংড়া উপজেলা সদরের কোর্ট মাঠ থেকে দেওয়ান শাহীনকে গ্রেফতার করে। তিনি সোমবার সিংড়া উপজেলার উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফয়জুননেছা পুতুলের নির্বাচনী প্রধান সমন্বকারী হিসেবে কাজ করছিলেন।

এ বিষয়ে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শাহীনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দেওয়ান শাহীনের বিরুদ্ধে একাধিক হত্যা ও নাশকতাসহ ১১টি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।

রেজাউল করিম রেজা/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।