হরতাল আপডেট
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতাদের একের পর এক রায় হচ্ছে আর প্রতিবাদে হরতাল দিয়ে যাচ্ছে দলটি। যদিও হরতালে রাজপথে তেমন কোন পিকেটিং বা সংঘর্ষের ঘটনা নেই, মাঝে-মধ্যে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল ছাড়া।
এদিকে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে (৫ নভেম্বর) বুধবারও হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান সোমবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে মানবতাবিরোধী অপরাধে দলের আমীর মতিউর রহমান নিজামীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে দুই দফায় মোট ৭২ ঘণ্টার (বৃহস্পতি, রোব ও সোমবার) হরতাল আহবান করে দলটি। ঘোষণা অনুযায়ী প্রথম দফায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা এবং দ্বিতীয় দফায় রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি ছিল। পরে সোমবার এক বিবৃতিতে পবিত্র আশুরা উপলক্ষে ১২ ঘণ্টা হরতাল কমিয়েছে দলটি।
অন্যদিকে জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায়ের প্রতিবাদে বৃস্পতিবার (৬ নভেম্বর) হরতালের ডাক দেয় জামায়াত।
এ পরিপেক্ষিতে আগমীকাল (৪ নভেম্বর) মঙ্গলবার বাদ দিয়ে বুধ ও বৃহস্পতিবার হরতালের আওতায় পড়লো সারাদেশ। পবিত্র আশুরা উপলক্ষে ১২ ঘণ্টা হরতাল কমায় আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা হরতালের আওতামুক্ত থাকছে দেশ।