রাজনীতির সূত্রে ভুল করেছেন খালেদা : নৌমন্ত্রী


প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৫ অক্টোবর ২০১৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, গণিতের যেমন সূত্র রয়েছে তেমনি রাজনীতিরও একটি সূত্র রয়েছে। আপনি (খালেদা জিয়া) সূত্রে ভুল করেছেন বলে আজ আপনার দলের এই দশা।

রোববার বিকেল সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা ফেরিঘাট এলাকায় ট্রান্সশিপমেন্ট পয়েন্টে আরসিসি জেটি, ওয়্যারহাউজ, পার্কিং ইয়ার্ড ও সংযোগ সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নৌমন্ত্রী বলেন, খালেদা জিয়া আন্দোলন সংগ্রামের নামে ৯২ জন মানুষকে আগুনে পুড়িয়ে ও বোমা মেরে হত্যা করেছেন। এতোগুলো মানুষের মৃত্যুর জন্য উনার (খালেদা জিয়া) কোনো দুঃখ হয়নি।

নৌমন্ত্রী আরো বলেন, খুনিদের নিয়ে দল করবেন আবার গণতন্ত্রও চাইবেন তাতো হবে না। খুনিদের নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে। মানুষের বয়স হলে চোখে ছানি পড়ে, তখন মানুষ চোখে কিছু দেখতে পায় না তেমনি খালেদা জিয়ার চোখেও ছানি পড়েছে তাই তিনি সরকারের উন্নয়ন চোখে দেখতে পান না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এক বক্তব্যের জের ধরে মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার নাকি বিএনপিকে ধ্বংস করার পায়তারা করছে- কিন্তু সরকার নয় বরং আপনারা শেখ হাসিনাকে বহুবার হত্যার চেষ্টা করেছেন। তবে শেখ হাসিনাকে ফুঁ মেরে উড়ানো যাবে না। শেখ হাসিনার ভিত্তি জনগণ আর শক্তি হলো সংগঠন।

এ সময় সরকারের নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মন্ত্রী আরো বলেন, এক সময় বাংলাদেশে খাদ্য ঘাটতি ছিল। আওয়ামী লীগ সরকার দেশে খাদ্যের ঘাটতি পূরণ করেছে। এখন আর আমাদের খাদ্য আমদানি করতে হয়না। আমরা এখন বিদেশে খাদ্য রফতানি করি। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাড. জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, আশুগঞ্জে আন্তঃদেশিয় বাণিজ্য পরিচালনার জন্য বিআইডব্লিউটিএর উদ্যোগে ছয় কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ট্রান্সশিপমেন্ট পয়েন্টে ওয়্যারহাউজ, পার্কিং ইয়ার্ড ও সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।