বিদেশি হত্যা ও তাজিয়া মিছিলে হামলা ষড়যন্ত্রেরই অংশ


প্রকাশিত: ০৭:৫০ এএম, ২৫ অক্টোবর ২০১৫

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে ষড়যন্ত্র করে নতুন খেলায় মেতে উঠেছেন|দুই বিদেশি নাগরিক হত্যা  ও তাজিয়া মিছিলে বোমা হামলা তারই অংশ বলে মন্তব্য করেন তিনি। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজিত ‘তাজিয়া মিছিলে বোমা হামলার প্রতিবাদে’ এক সমাবেশে তিনি একথা বলেন।

বোমা হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল এবং পাকিস্তান বা আফগানিস্তান বানানোর চেষ্টায় বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতায় এই হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, গত ৫ জানুয়ারির পর বিএনপি-জামায়াত পেট্রল বোমায় অনেক মানুষ পুড়িয়ে হত্যা করেছ। এ বছরের গোড়ার দিকে একই কায়দায় মানুষ হত্যা করেছে তারা।এখন আবার নতুন ষড়যন্ত্র করে গার্মেন্টস, বিদেশি বিনিয়োগ বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে। এরই অংশ হচ্ছে দুই বিদেশি হত্যা ও তাজিয়া মিছিলে বোমা হামলা।

আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের পরিচালক ও আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, স্বাধীনতা পরিষদের হাসিবুর উপদেষ্টা রহমান মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা ও আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।

এএস/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।