বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন বাবু গ্রেফতার


প্রকাশিত: ০৪:০৭ এএম, ২৫ অক্টোবর ২০১৫

নাশকতার মামলায় সাভারের সাবেক বিএনপি দলীয় সাংসদ ডা. সালাউদ্দিন বাবু ও পৌর মেয়র আলহাজ রেফাত উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেফতারদের বিরুদ্ধে হরতাল অবরোধ চলাকালীন সময়ে নাশকতার অভিযোগে সাভার ও আশুলিয়া থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে।

ডা. সালাউদ্দিন বাবু আশুলিয়া থানা বিএনপির বর্তমান সভাপতি ও পৌর মেয়র রেফাত উল্লাহ সাভার পৌর বিএনপির সভাপতি।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নাশকতার মামলায় দীর্ঘদিন এই দুই ব্যক্তি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডা. সালাউদ্দিন বাবুকে রাজধানীর পরিবাগের বাসা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া সাভারের উলাইলের বাসা থেকে পৌর মেয়র রেফাতকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে শনিবার সন্ধ্যার দিকে পৌর এলাকার শাহীবাগ মহল্লা থেকে অস্ত্র, গুলি ও বোমাসহ চার ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা বলে দাবি করেছে পুলিশ।

আল-মামুন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।