শেখ হাসিনা এখনও নিরাপদ নয় : খাদ্যমন্ত্রী


প্রকাশিত: ১০:১৪ এএম, ২৩ অক্টোবর ২০১৫

খাদ্যমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও নিরাপদ নয়। একাত্তর ও পঁচাত্তরের খুনীরা এখনও তাকে হত্যা করার ষড়যন্ত্রে তৎপর রয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বজলুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াতকে ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করছে কি-না, সে সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে। বিএনপি জামায়াতকে ত্যাগ করলে কেবল কৌশলগত কারণে নয়, আদর্শগতভাবে ত্যাগ করতে হবে এবং তা জাতির কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির পক্ষে জামায়াতকে ত্যাগ করা সম্ভব নয়। কারণ বিএনপি ও জামায়াত একই আদর্শ থেকে সৃষ্টি হয়েছে।

কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল অর্জনকে ধ্বংস করার জন্য বিদেশি নাগরিকদের হত্যা করা হয়েছে। কারা ও কেন বিদেশি নাগরিকদের হত্যা করেছে সে তথ্য গোয়েন্দা সংস্থার সদস্যদের কাছে আসতে শুরু করেছে।

এ সময় তিনি বিএনপি-জামায়াতের যে কোন ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলের প্রতি আহবান জানান।

বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে এ আলোচনা সভায় বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ মো. ওমর ফারুকের সভাপতিত্ব করেন। এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন ও বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ কাশেম।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।