বান্দরবান সীমান্তে ইউপি সদস্যসহ ৩ জনকে অপহরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪১ এএম, ২৩ অক্টোবর ২০১৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তারা স্বজনদের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। শুক্রবার ভোরে বাইশারির পার্শ্ববর্তী ঈদগড় এলাকা থেকে তাদেরকে অস্ত্রের মুখে নিয়ে যায় দুর্বৃত্তরা।

অপহৃতরা হলেন, সাবেক ইউপি সদস্য আবু তৈয়ব, আবু বক্কর এবং শাহ আলম। তাদের প্রত্যেকের বাড়ি নাইক্ষ্যংছড়ির বাইশারি এলাকায়।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জাগো নিউজকে জানান, চট্টগ্রাম থেকে মাইক্রোবাসে করে বাইশারিতে ফেরার পথেই ভোরে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা।

সৈকত দাশ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।