ছয়বার এমপি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ নাসিম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মাদ নাসিম সিরাজগঞ্জ-১ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ছয়বারই তিনি আওয়ামী লীগের এমপি হিসেবে নির্বাচিত হন। বর্তমান সংসদে তিনিসহ মাত্র ১০ জন এমপি আছেন, যারা ছয়বার নির্বাচিত হয়েছেন।
জাতীয় সংসদের আইন শাখা-২ থেকে এই তথ্য পাওয়া গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তার বয়স হয়েছিল ৭২ বছর।
মোহাম্মদ নাসিম ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন প্রথম এমপি হন। এরপর ১৯৮৮ সালে ৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগসহ প্রায় সবগুলো দল বর্জন করে। ১৯৯১ সালের ২৭ ফেব্রুযারির পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে জয়লাভ করেন তিনি।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগসহ অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল বর্জন করে। এরপর ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলে জয়লাভ করেন নাসিম।
এরপর ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচন, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন এবং সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন।
মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ ডিগ্রি অর্জন করেন।
তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক কারণে বহুবার কারাবরণ করেছেন আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা।
এইচএস/এসআর/এমএস