পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের দাবি জেএসডির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৩ জুন ২০২০

বাস ভাড়া বৃদ্ধিকে নিষ্ঠুরতা আখ্যা দিয়ে জ্বালানি তেলে ভর্তুকি, পরিবহন খাতে সরকারি প্রণোদনা ঘোষণা ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

বুধবার দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে বলেন, করোনা সংকটে বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থায় বাস ভাড়া বৃদ্ধি শুধু অযৌক্তিক নয় নিষ্ঠুরতার শামিল।

নেতারা বলেন, করোনা মহামারি যখন অর্থনীতিতে ধস নামিয়ে দিয়েছে তখন বাস ভাড়া হঠাৎ এক লাফে ৬০ শতাংশ বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত বাস্তবতা বিবর্জিত এবং সাধারণ মানুষের প্রতি চরম অবহেলা।

তারা বলেন, তেলে ভর্তুকি তথা প্রণোদনা দিলে এবং গণপরিবহনে লাগামহীন চাঁদাবাজি বন্ধ করলে বাস ভাড়া বৃদ্ধির কোনো প্রয়োজন পড়বে না এবং বাসভাড়া না বাড়ায় পরিবহন মালিকদের লোকসানও গুণতে হবে না। যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে যাত্রী সাধারণের ওপর অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেয়ার কূটকৌশলের পথ সব মহলকে পরিত্যাগ করতে হবে।

অযৌক্তিক বাস ভাড়া বাতিলের দাবি জানিয়ে নেতারা বলেন, তেলে ভর্তুকি দিয়ে পরিবহন খাতে সরকারি প্রণোদনা ঘোষণা করতে হবে এবং পরিবহন খাতের নিয়ন্ত্রনহীন চাঁদাবাজি বন্ধ করতে হবে।

এইউএ/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।