মধ্যবর্তী নির্বাচন নিয়ে চিন্তা নেই সরকারের : কামরুল ইসলাম


প্রকাশিত: ০২:৪১ পিএম, ০১ নভেম্বর ২০১৪

বাংলাদেশের সাধারণ মানুষ নির্বাচন চায় না তাই মধ্যবর্তী নির্বাচন নিয়ে সরকারের কোনো চিন্তা নেই বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকালে কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশ ও মানুষের চিন্তা না করে কেবল ক্ষমতায় গিয়ে লুটপাটের জন্য এখন তারা মধ্যবর্তী নির্বাচন দাবি করছে। যেহেতু সাধারণ মানুষ নির্বাচন চায় না তাই মধ্যবর্তী নির্বাচন নিয়ে সরকার কোনো চিন্তাই করে না।

কামরুল ইসলাম আরও বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের মানুষ শান্তিতে রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশ জুড়ে যে সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করেছে তাতে বিএনপি জামাত দিশেহারা হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, মৎস অধিদফতরের মহা পরিচালক ড. সৈয়দ আরিফ আজাদ , সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।