তাপস প্রত্যাশা পূরণ করতে পারবেন : বাবলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৬ মে ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসকে মেধাবী, সৎ, দক্ষ ও দূরদর্শী সম্পন্ন তরুণ রাজনৈতিক নেতা উল্লেখ করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, তিনি ঢাকাবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবেন।

বাবলা বলেন, সব সমস্যা দূর করে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করে ঢাকাকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার জন্য জাতির পিতার কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তাপসের মতো অত্যন্ত নম্র, ভদ্র ও বিচক্ষণ তরুন নেতাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে মনোনয়ন দিয়েছিলেন। আর ঢাকাবাসীও বিপুল ভোটে তাপসকে জয়যুক্ত করেছেন। আমার বিশ্বাস নতুন মেয়র হিসেবে ব্যারিস্টার ফজলে নূর তাপস ঢাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারবে।

শনিবার এক বিবৃতিতে সৈয়দ আবু হোসেন বাবলা এ কথা বলেন। এ করোনা সংকটকালে ঢাকার মানুষ যাতে করে করোনার টেস্ট সহজেই করাতে পারে সেজন্য কার্যকর উদ্যেগ নেয়ার জন্য মেয়রের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি পরিচালিত সকল স্থাস্থ্য কেন্দ্রে নগরবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করা ও এখন থেকেই ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেয়ার জন্য নতুন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের প্রতি অনুরোধ জানিয়েছেন জাপার এ শীর্ষ নেতা।

শনিবার (১৬ মে) দুপুরে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়রের দায়িত্ব বুঝে নেন। এর মধ্য দিয়ে শুরু হলো ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মেয়র অধ্যায়।

তার সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। মহামারি করোনা ছাড়াও রাজধানীতে ডেঙ্গু, জলাবদ্ধতাসহ নানা বিষয়ে সফলতা অর্জনই তার বড় লক্ষ্য হবে। সদ্য সাবেক মেয়র সাঈদ খোকনের অসফল কাজগুলোকে সফলতার মুখ দেখাতে হবে তাকে।

এমইউএইচ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।