কাদের সিদ্দিকীর আপলি খারিজ
টাঙ্গাইলের-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেও হেরে গেলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। রোববার বিকেলে শুনানি শেষে তার মনোনয়নপত্র বাতিল বহাল রেখে রায় দেয় নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর মনোননয়নপত্রও বাতিল বহাল রাখে ইসি।
এর আগে বেলা ১১টায় রাজধানীর আগাঁরগায়ের ইসি কার্যালয়ে তারা সশরীরে শুনানিতে অংশ নেন। প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কাজী রকিবউদ্দিন আহম্মদ শুনানি গ্রহণ করেন। শুনানিতে অপর চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। কাদের সিদ্দিকীর শুনানি শেষে তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর শুনানিও অনুষ্ঠিত হয়।
শনিবার শুনানি নির্দেশনা সংক্রান্ত চিঠি কাদের সিদ্দিকী ও দলের প্রেসিডিয়াম সদস্য নাসরিন সিদ্দিকীর কাছে পাঠানো হয়েছিল।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী ও নাসরিন সিদ্দিকী। গত ১৩ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা ঋণখেলাপীর দায়ে তাদের মনোনয়নপত্র বাতিল করেন। আগামী ১০ নভেম্বর এ আসনের নির্বাচন হবে।
এইচএস/এএইচ/আরআইপি