সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৯ মে ২০২০

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

তাজ নাহার রিপনকে আহ্বায়ক করে কমিটির বাকি সদস্যরা হলেন, রুহুল আমিন, মনিরুজ্জামান, আরিফ মইনুদ্দীন, আবু রায়হান বকশী, কাজী জহির উদ্দিন ও উজ্জল বিশ্বাস।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাতজন সদস্য আলোচনার ভিত্তিতে এ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে, সামগ্রিক রাজনৈতিক-সাংগঠনিক অবস্থা পর্যালোচনা ও মূল্যায়নের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপন্থা ঘোষণা করা হবে।

শনিবার (৯ মে) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশে পুঁজিবাদী শাসন-শোষণের অবসানকল্পে সমাজতান্ত্রিক বিপ্লবের পরিপূরক বিপ্লবী ধারার ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ১৯৮৪ সালের ২১ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা ও গণতন্ত্রের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি বাংলাদেশের মাটিতে শ্রমিক শ্রেণির যথার্থ বিপ্লবী দল গড়ে তোলার সংগ্রামেও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সর্বাত্মক চেষ্টা করেছে।

এফএইচএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।