করোনা মোকাবিলায় উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৬ মে ২০২০
ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগ রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা উচিত। সবার অভিন্ন শত্রু করোনা আর এ শত্রুকে পরাজিত করতে রাজনৈতিক দলগুলোকে উদারতা ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

বুধবার বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, ‘হাওর অঞ্চলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ধান কাটা প্রায় শেষ হয়েছে। আগাম বন্যায় কোনো কোনো বছর হাওরের ধান নষ্ট হয়, এবার তা হয়নি। সরকারসহ জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ধান কাটায় কৃষককে সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, দুর্যোগে কোনো রাজনীতি নয়, চাই জাতীয় উদ্যোগ। এ দুর্যোগ মোকাবিলায় সরকারের আন্তরিকতার কোনো অভাব পরিলক্ষিত হয়নি। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সমগ্র পৃথিবী আজ ভয়াবহ সংকটের সম্মুখীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও সম্পূর্ণ অপরিচিত প্রাণঘাতী এ মহামারি মোকাবিলায় চিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। দ্য ইকোনমিস্ট বলেছে, করোনার এমন পরিস্থিতিতেও চীন ও ভারত থেকে নিরাপদ বাংলাদেশের অর্থনীতি। নিঃসন্দহে বলতে হবে যে, এটা আমাদের সম্মানজনক অর্জন। জনগণ যখন ঘরে বন্দি তখন প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী মানুষকে সচেতন করছে। ডাক্তাররা হাসপতালে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তাদের এ কর্মপ্রয়াস অবশ্যই প্রশংসার দাবি রাখে।

একদিকে লকডাউন দিয়ে অন্যদিকে দোকানপাট খুলে দেয়ায় করোনা পরিস্থিতি যাতে খারাপ না হয় সেদিকে সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমি আশা করব, সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দল, সাধারণ জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন একযোগে কাজ করলে অচিরেই দেশ থেকে করোনাভাইরাস দূর হবে।

এইউএ/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।